গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাথর বোঝাই ট্রাকের পিঁছনে বালুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন।
সোমবার (৫ জানুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পরে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে দুর্ঘটনা কবলিত ট্রাকসহ নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- টাঙ্গাইলের কালিহাতির জতুরপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে ট্রাকচালক আব্দুর রহিম মিয়া (২৭) ও গোবিন্দগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের কাপড় ব্যবসায়ী চাঁন মিয়া (৬৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে উপজেলার কালিতলা নামক স্থানে রংপুর-ঢাকা মহাসড়কের পাশে পাথরবাহী একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় রংপুর থেকে ছেড়ে আসা একটি বালুবাহী ট্রাক দাঁড়ানো ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ফলে বালুবাহী ট্রাকের চালক আব্দুর রহিম ও ট্রাকে থাকা কাপড় ব্যবসায়ী চাঁন মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গতকাল সোমবার মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।