Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৬ ২৩:০০ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৬ ১৩:০৬

পিরোজপুর: জেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক বাপন সেন গঠিত একটি রেইডিং টিম পিরোজপুর সদর উপজেলাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানের নেতৃত্বে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আল আমীন।

এ সময় গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে মোরসালিন মোল্লা (১৮) নামের এক যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোরসালিন মোল্লা সদর উপজেলার কদমতলা ইউনিয়নের একপাই জুজখোলা এলাকার বাসিন্দা মো. ইলিয়াছ মোল্লার ছেলে।

বিজ্ঞাপন

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে তার বিরুদ্ধে একটি মামলা রুজু করেন। পরে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর