পাবনা: পাবনায় তীব্র শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপমাত্রা হ্রাস ও উত্তরের হিমেল বাতাসের প্রভাবে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। ভোর থেকে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললে শীতের তীব্রতা কিছুটা কমে আসে।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় পাবনার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। গত চার থেকে পাঁচ দিন ধরে এ অঞ্চলে তাপমাত্রা ৭ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক জানান, এলাকায় মাঝারি শৈত্যপ্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
তিনি বলেন, চলতি শীত মৌসুমে এ পর্যন্ত এটিই সর্বনিম্ন তাপমাত্রা।