Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৬ ১৩:২৯

টাঙ্গাইল: টাঙ্গাইলে বিভিন্ন থানায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১২টা থেকে বুধবার (৭ জানুয়ারি) সকাল পর্যন্ত জেলার সখীপুর, ঘাটাইল, মির্জাপুর, নাগরপুর, টাঙ্গাইল সদর, গোপালপুর ও বাসাইল থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— নাছির হোসেন, রিফাত, মো. সোহেল মিয়া, মো. ইস্পাহানি ডালি, মো. মানিয়ার হোসেন, মো. মিজানুর রহমান, মো. সাদিকল ইসলাম ও মোছলেম। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং একাধিক মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানান, পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

টানা বায়ুদূষণের কবলে ঢাকা
৮ জানুয়ারি ২০২৬ ১০:৫১

আরো

সম্পর্কিত খবর