Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৬ ১৫:৫৪

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্ত, দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার মধ্যম বাগ্যার দারুল আরকাম ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা, লিয়াকত খান জামে মসজিদ এলাকায় কম্বল বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন।

জানা যায়, শীতের তীব্রতা বৃদ্ধির কারণে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র ও ছিন্নমূল মাঝে এই কম্বল বিতরণ করেন।

সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন বলেন, ‘শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বর্তমান সরকার সব সময় অসহায় মানুষের পাশে আছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

শীতে নারীদের মানানসই জুতা
৮ জানুয়ারি ২০২৬ ১৯:০১

আরো

সম্পর্কিত খবর