Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্বাস্থ্যকর পরিবেশ ও খাদ্যে ভেজাল থাকায় সিরাজগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৬ ২১:৩৭

সিরাজগঞ্জে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

সিরাজগঞ্জ: ভেজাল গুড় বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশ ও খাদ্যে ভেজাল থাকার অভিযোগে সিরাজগঞ্জ শহরে পাঁচটি প্রতিষ্ঠানকে এক লাখ ৯৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শহরের এসএস রোডের কয়েকটি গুড়ের দোকান ও বাজার স্টেশন এলাকার দুটি রেস্টুরেন্টে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এই আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জান যায়, অভিযানে ভেজাল গুড় পরীক্ষায় ভেজাল প্রমাণিত হওয়ায় ৭০০ কেজির বেশি গুড় জব্দ করে ধ্বংস করা হয়।

এ সময় ভাই ভাই আমের আড়ত এর মালিককে ৩০ হাজার টাকা, সরল ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং মানিক দত্ত গুড় ভান্ডারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ ও খাদ্যে ভেজাল থাকার দায়ে বাজার স্টেশন এলাকার হোটেল জলিল অ্যান্ড দই ঘরকে ১ লাখ টাকা এবং ফুড কেয়ার প্লাস হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আতিকুর রহমান, সেনাবাহিনী ও পুলিশের সদস্যসহ নিরাপদ খাদ্য অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর