চাঁপাইনবাবগঞ্জ: জেলার গোমস্তাপুরের চাড়ালডাঙ্গা সীমান্ত এলাকায় মাছ ধরাকে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে স্থানীয়দের হাতে আটক হওয়া দুই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মেজনিম হাসান খান।
বিজিবি সূত্র জানায়, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে সীমান্ত পিলার ২১৯ এমপি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ণভবা নদীতে মাছ ধরছিলেন বেগপুর গ্রামের আব্দুল মমিন ও মো. সুমন খান। এ সময় ভারতের মালদা জেলার হবিপুর থানার টিলাশন গ্রামের শ্রী বাচ্ছু মহলদার ও শ্রী রাজু মহলদার মাছ ধরতে আসেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও বিরোধের সৃষ্টি হয়।
একপর্যায়ে স্থানীয়রা দুই ভারতীয় নাগরিককে ধরে বেগপুর গ্রামে নিয়ে আসেন। বিষয়টি ভারতের ১২/টিলাশন বিএসএফ ক্যাম্পের পক্ষ থেকে চাড়ালডাঙ্গা বিওপি কমান্ডারকে জানানো হলে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই ভারতীয় নাগরিককে নিজেদের হেফাজতে নেয়।
পরে বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি সংক্ষিপ্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আইনি প্রক্রিয়া অনুসরণ করে আটক দুই ভারতীয় নাগরিককে আনুষ্ঠানিকভাবে বিএসএফ প্রতিনিধিদের কাছে হস্তান্তর কর হয়।