Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর বিভাগে শৈত্যপ্রবাহের দাপট, তাপমাত্রা সর্বনিম্ন  ৯ ডিগ্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৬ ১০:২৩ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৬ ১১:০৭

রংপুর বিভাগজুড়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। ছবি: সারাবাংলা

রংপুর : রংপুর বিভাগজুড়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের প্রভাব অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসায় উত্তরাঞ্চলের জনজীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এই শৈত্যপ্রবাহ আগামী ১১ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

রংপুর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা রংপুরে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া তেতুলিয়া (পঞ্চগড়) ৯.৫, সৈয়দপুর ৯.৫, রাজারহাট ৯.০, দিনাজপুর ৯.৫, ডিমলা (নীলফামারী) ৯.৫, ঠাকুরগাঁও ১০.০, লালমনিরহাট ১০.৩ এবং গাইবান্ধায় ১০.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই মাঝারি শৈত্যপ্রবাহ রংপুরের পাশাপাশি রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে বিস্তার লাভ করেছে। গত কয়েকদিন ধরে এসব অঞ্চলে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে কিছু এলাকায় সূর্যের দেখা মিললেও বৃহস্পতিবার ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা আরও বেড়েছে।

রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, আগামী পাঁচ দিন উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহের প্রভাব বজায় থাকতে পারে।

শৈত্যপ্রবাহের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন, বিশেষ করে চরাঞ্চলের বাসিন্দারা। শীতের তীব্রতায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। যানবাহন চলাচল কমে গেছে, হাটবাজার দেরিতে খুলছে এবং শ্রমজীবী মানুষ কাজে বের হতে পারছেন না।

এদিকে, শিশু ও বয়স্কদের মধ্যে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। হাসপাতালগুলোতে শ্বাসকষ্ট, জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর চাপ বেড়েছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, শৈত্যপ্রবাহের সময় সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পাশাপাশি শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর