Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে কলেজছাত্রকে কুপিয়ে হত্যার প্রধান আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৬ ১২:০০

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহরে প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যার মামলার প্রধান আসামি সাকিনকে (২০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে র‌্যাব-১২ সদর দফতরের সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতার সাকিন সিরাজগঞ্জ পৌরসভার ধানবান্ধি মহল্লার মতি শেখের ছেলে।

নিহত আব্দুর রহমান রিয়াদ (১৮) সিরাজগঞ্জ ইসলামীয়া কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং শহরের সয়াধানগড়া খানপাড়া মহল্লার রেজাউল করিমের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ ডিসেম্বর রিয়াদ প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হলে নাজমুল চত্বরের বাহিরগোলা রোড এলাকায় সাকিনসহ ১০-১২ জন পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। তারা চাইনিজ টিপ চাকু, চাইনিজ কুড়াল, রামদা, চাপাতি ও ছুরি দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা উদ্ধার করে শহীদ এম মুনসুর আলী মেডিকেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রিয়াদ মারা যান।

বিজ্ঞাপন

রাত ১০টার দিকে নিহতের বাবা রেজাউল করিম সদর থানায় সাকিনসহ ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-১২ সদস্যরা তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদ ব্যবহার করে ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে ৭ জানুয়ারি সাকিনকে গ্রেফতার করে। তাকে সকালে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর