ফরিদপুর: কুরআন সুন্নাহ বিরোধী, ঈমান বিধ্বংসী ফিতনা ও কালো তালিকাভূক্ত সংগঠন হেযবুত তওহীদ-এর সমস্ত কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আলেম সমাজ ও ছাত্রজনতা।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাবের সামনের সড়কে দাড়িয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন মাওলানা আমজাদ হোসাইন, মাওলানা ইসমাইল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব মো. সোহেল রানাসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, হেযবুত তওহীদের সকল কার্যক্রম অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে, অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে আলেম ওলামা ও ছাত্র জনতার ওপর দায়ের করা সকল মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।