ময়মনসিংহ: বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ময়মনসিংহে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে হালুয়াঘাটের ধারা উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ হালুয়াঘাট আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন ‘দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন আপসহীন সংগ্রাম করে গেছেন। তার মৃত্যুতে জাতি একজন অভিভাবকতুল্য নেত্রীকে হারিয়েছে। আমি হারিয়েছি মাতৃতুল্য নেত্রীকে।’
ধারা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মিলা মাহফিলে হালুয়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফান আলী, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবীরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া প্রার্থনা করেন।