Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনের আপসহীন নেত্রী ছিলেন খালেদা জিয়া: মুশফিকুর রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৬ ১৭:১৫

দোয়া মাহফিলে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা- আখাউড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানসহ অন্যান্যরা।

কসবা (ব্রাহ্মণবাড়িয়া): বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা- আখাউড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি বাংলাদেশকে ভালবাসতেন, বাংলাদেশের মানুষকে ভালবাসতেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার স্টেশন রোডে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিতার কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। কসবা উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এ সময় তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়ার জন্য শুধু বাংলাদেশি নয় বিশ্বের প্রতিটি দেশে দোয়া হচ্ছে। কারণ বেগম জিয়া শুধু আমাদের নেত্রী নন তিনি বিশ্বের নেত্রী। ওনার একটাই কথা ছিল আমি দেশ ছেড়ে কোনোদিন বিদেশ যাব না।’

দোয়া মাহফিলে নেতাকর্মীরা।

জেলা বিএনপির সহ-সভাপতি ও কসবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ ইলিয়াস এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে কেন্দ্রীয় কৃষকদলের সাবেক সদস্য নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সহ-সম্পাদক ও কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইকলিল আজম, জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব খন্দকার মো. বিল্লাল হোসেন, জেলা বিএনপির সদস্য মো. আবু হানিফ খন্দকার, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফ, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর কবির, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন হেলাল, সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন হেলাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ রতন, সাবেক ছাত্রদল সভাপতি মেহেদি হাসান রুবেলসহ কসবা উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী। মিলাদ ও দোয়া পরিচালনা করেন কসবা কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল হান্নান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর