দিনাজপুর: জেলার হাকিমপুরে এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৭ জানুয়ারি) মধ্যরাতে মামলার প্রধান আসামি মোস্তাক-কে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন গন্ধপুর তালতলা থেকে এবং ২নম্বর আসামি মমিনুর রহমানকে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন নয়ন খাল বৈদ্যপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, ভিকটিম একজন শারীরিক ও বাকপ্রতিবন্ধী কিশোরী। সে প্রতিদিন সকালে দুধ আনার জন্য তার নানার বাড়িতে যাতায়াত করত। ঘটনার দিন ভিকটিম তার নানার বাড়ির গেটে অপেক্ষা করার সময় মামলার প্রধান আসামি মো. মোস্তাক তাকে ফুসলিয়ে ঘরের বারান্দায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
ধর্ষণের সময় ভিকটিমের নানি ও একজন প্রতিবেশী অভিযুক্ত মোস্তাককে হাতেনাতে আটক করেন। তবে খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও মামলার আসামি মমিনুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিচার করার আশ্বাস দিয়ে এবং চড়-থাপ্পড় মারার নাটক করে প্রধান অভিযুক্ত মোস্তাককে কৌশলে পালিয়ে যেতে সাহায্য করেন।
এই ঘটনায় মোছা. নাসিমা খাতুন বাদী হয়ে হাকিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
গ্রেফতার ২নম্বর আসামি মমিনুর রহমানকে ইতিমধ্যেই হাকিমপুর থানায় হস্তান্তর করেছে র্যাব-১৩। প্রধান আসামি মোস্তাককেও সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানিয়েছেন, গ্রেফতার আসামিদের আইনি কার্যক্রম শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।