রাজবাড়ী: বিএনপি নেতা আমজাদ খান হত্যার পরিকল্পনাকারী সন্ত্রাসী কাজল ও তার ভাই সবুজসহ সকল হত্যাকারীদের গ্রেফতার ও ফাসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে রাজবাড়ী সদর উপজেলায় বসন্তপুর ইউনিয়নের মুচিদহ এলাকায় আমজাদ খানের পরিবার ও বসন্তপুর ইউনিয়নবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন মৃত আমজাদ খানের স্ত্রী পারুল বেগম, মেয়ে বন্যা, ছেলে সুমন খান, বসন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ পাটুয়ারী, সাধারণ সম্পাদক কামাল হোসেন মিয়া, কামাল মিয়া, সাজেদুল বিশ্বাস সাজ্জাদ, ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব,জিল্লুর রহমান, সাথি বেগমসহ অনেকেই।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘গ্রাম্য শালিসকে কেন্দ্র করে বিরোধের জেরে গত ২৩ জুলাই বসন্তপুর ইউনিয়নের মুচিদাহ গ্রামের বাসিন্দা ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা আমজাদ খানকে কুপিয়ে গুরুতর জখম করে একই এলাকার কাজল ও তার ভাই সবুজসহ তাদের সন্ত্রাসী বাহিনী। পরে ২৬ জুলাই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আমজাদ খানের ভাই আরিফুল আলম খান বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।’
তবে এ হত্যার মূল পরিকল্পনাকারী কাজল ও তার ভাই সবুজসহ অন্য আসামিরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
বক্তারা আরও অভিযোগ করেন, আমজাদ খান হত্যা মামলার বাদী আরিফুল আলম খানকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি-ধামকি দিয়ে আসছিল কাজল। আরিফুল আলম খান মামলা তুলে না নেওয়ায় সস্প্রতি ষড়যন্ত্র করে তার ঘরে অস্ত্র রেখে তাকে যৌথ বাহিনী দিয়ে অস্ত্র মামলায় ফাঁসিয়ে দিয়েছে কাজল।
কাজল ও তার ভাই সবুজসহ আমজাদ খান হত্যা মামলার সকল আসামিদের গ্রেফতারপূর্বক ফাঁসির দাবি জানান বক্তারা। একইসঙ্গে মিথ্যা অস্ত্র মামলা থেকে আমজাদ খান হত্যা মামলার বাদী আরিফুল আলম খানকে মুক্তি দেওয়ার দাবি জানান তারা।