সাতক্ষীরা: সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে শহিদ শরিফ ওসমান হাদির স্মরণে ‘শহীদ ওসমান হাদি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ক্রিকেট লায়ন্স অ্যাকাডেমি ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আরেফিন জুয়েল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, ‘শহিদ শরিফ ওসমান হাদি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি আধিপত্যবিরোধী আন্দোলনের এক অনুপ্রেরণার নাম। জীবন উৎসর্গ করে তিনি আমাদের দেখিয়ে গেছেন কীভাবে দেশের জন্য এবং সুস্থ সংস্কৃতির বিকাশে কাজ করতে হয়। এ দেশের মানুষ কখনো শহিদ ওসমান হাদিকে ভুলবে না।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. মাসুদুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর সভাপতি মু. আল মামুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা আহ্বায়ক আরাফাত হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা সভাপতি আব্দুল মুকিত, জেলা ছাত্রদলের প্রতিনিধি অর্ঘ্য বিন জুয়েল, ছাত্রশক্তি সাতক্ষীরা জেলা আহ্বায়ক হাসিবুল ইসলাম রুমন এবং আপ বাংলাদেশ সাতক্ষীরা জেলা আহ্বায়ক আক্তারুল ইসলামসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, ‘শহিদদের স্মরণে ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে দেশপ্রেম, ঐক্য ও সুস্থ সংস্কৃতির চর্চায় উদ্বুদ্ধ করবে।’