Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুরে বাকপ্রতিবন্ধী কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৬ ২২:১৬ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৬ ২২:১৭

বাকপ্রতিবন্ধী কৃষকের অর্ধগলিত মরদেহ। ছবি: সংগৃহীত

পিরোজপুর: জেলা সদর উপজেলার ব্রাহ্মণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি খাল থেকে নিখোঁজ এক বাকপ্রতিবন্ধী কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত কৃষকের নাম মারুফ শিকদার (২৭) পিরোজপুর সদর উপজেলার রায়েরকাঠি এলাকার বাসিন্দা শাহেদ শিকদারের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন এবং তিনি বাকপ্রতিবন্ধী ছিলেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে স্থানীয়রা বিদ্যালয়ের পাশের খালে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে মরদেহটি অজ্ঞাত হিসেবে রাখা হলেও পরে তার স্বজনরা এসে মরদেহটি শনাক্ত করেন।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৩ ডিসেম্বর রাত থেকে মারুফ শিকদার নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পরদিন ২৪ ডিসেম্বর তার বাবা শাহেদ শিকদার পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিহত মারুফ শিকদারের স্ত্রী ও দেড় বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে। বাকপ্রতিবন্ধী এই যুবকের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর