Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৬ ১৬:৪২

কৃষকের মরদেহ। ছবি: সংগৃহীত

ফরিদপুর: জেলার নগরকান্দায় পুকুরের পানিতে ভাসমান অবস্থায় নিখোঁজ কৃষক আমজেদ মোল্লার (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে রামনগর ইউনিয়নের পূর্ব রাধানগর গ্রামে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিল আমজেদ মোল্লা। রাত থেকেই বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা।

একপর্যায়ে শুক্রবার সকালে স্থানীয়রা পুকুরে মরদেহটি ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে পুলিশ ভাসমান অবস্থায় ওই কৃষকের মরদেহ উদ্ধার করে। পরিবারের দাবি কৃষক আমজেদ মোল্লাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বিজ্ঞাপন

সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর