Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার


৯ জানুয়ারি ২০২৬ ১৮:৩২

অজ্ঞাত যুবকের মরদেহ। ছবি: সংগৃহীত

খুলনা: খুলনায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর ৬ নম্বর ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, এমভি তাওছীফের সুকর্ণী মিলন ঘোষ নদী থেকে পানি তোলার জন্য দুইটি লাইটার ভেসেলের মাঝখানে যান। এ সময় তিনি ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে খুলনা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নৌ-পুলিশকে অবহিত করে।

নৌ-পুলিশ খুলনা সদর থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার জানান, খবর পেয়ে সত্যতা নিশ্চিত করার পর মরদেহ উদ্ধার করে। মরদেহটির মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর