Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৬ ২০:৩০

মুন্সীগঞ্জ: ঘন কুয়াশার কারণে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে সিরাজদিখান উপজেলার নিমতলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে একটি পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঘন কুয়াশার মধ্যে পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং বাসের ভেতরে বেশ কয়েকজন যাত্রী আটকে পড়েন।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অন্তত ১৫ জন আহত হন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর