Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একপক্ষীয় নির্বাচন হওয়ার শঙ্কা তৈরি হয়েছে: রেজাউল করিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৬ ২৩:৪৭

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। ছবি: সংগৃহীত

খুলনা: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, নির্বাচনের তারিখ যত ঘনিয়ে আসছে, ততই দেশের ভেতরে একটি দুষ্ট চক্র সুষ্ঠু নির্বাচনি পরিবেশকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। জনগণের মাঝে ভীতিকর পরিস্থিতি তৈরি করে তারা সহিংসতার পথে হাঁটছে, যার ফলে একপক্ষীয় নির্বাচনের শঙ্কা তৈরি হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল ৩টায় খুলনা নগরীর জামিয়া রশিদীয়া গোয়ালখালী মাদরাসা অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, নির্বাচনের পরিবেশ বিনষ্ট করতে খুনি চক্র সক্রিয় রয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা এই চক্রের বিরুদ্ধে নজরদারি বাড়ান। দ্রুত সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করুন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের অগ্রসৈনিক শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকারীরা এখনও ধরা পড়েনি। প্রকাশ্যে হত্যার পরও অপরাধীরা পালিয়ে যাচ্ছে-এটি উদ্বেগজনক। হাজার হাজার মানুষের আত্মত্যাগের বিনিময়ে যে বৈষম্যহীন সমাজ ও নতুন রাষ্ট্রকাঠামোর স্বপ্ন তৈরি হয়েছে, তা নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে।

রেজাউল করীম অভিযোগ করেন, অবৈধ অস্ত্র উদ্ধারে দৃশ্যমান তৎপরতা নেই, লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে। কোনো কোনো রাজনৈতিক নেতাকে বিশেষ সুবিধা ও ভিআইপি প্রটোকল দেওয়া হচ্ছে। বিভ্রান্তিকর জরিপের মাধ্যমে জনমত প্রভাবিত করার চেষ্টাও চলছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সবাই শোকাহত হলেও বিষয়টি নিয়ে অতিরঞ্জন প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করছে, যা একপক্ষীয় নির্বাচনের ঝুঁকি বাড়াচ্ছে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল এবং খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান।

সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি ও খুলনা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী আমানুল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর সেক্রেটারি মুফতী ইমরান হোসাইন।

এছাড়া মহানগর ও জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় বক্তব্য দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর