Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৬ ২৩:৫১

গ্রেফতার আওয়ামী লীগ নেতা ইয়াকুব আলী বাবলু। ছবি: সংগৃহীত

রংপুর: রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে রংপুরে ইয়াকুব আলী বাবলু নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের একতা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইয়াকুব আলী পাঁচগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং স্থানীয় বাসিন্দা আনছার আলীর ছেলে।

শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন রংপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।

পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের একটি অভিযানিক দল একতা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াকুব আলী বাবলু রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২০২৫ সালের ১৪ আগস্ট পীরগঞ্জ থানায় দলবদ্ধ হামলা, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এই অভিযানের মাধ্যমে জেলার সব থানায় অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশের বিশেষ তৎপরতা অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর