Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে বসতঘরে হামলা ও লুটপাটের আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৬ ১৭:১৬

মুন্সীগঞ্জে বসতঘরে হামলা ও লুটপাটের আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ পৌরসভার মানিকপুর এলাকায় প্রবাসীর বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে প্রায় দেড় শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গৃহবধূ নুসরাত জাহান অপির বসতঘরে পরিকল্পিতভাবে হামলা ও লুটপাট চালানো হলেও এখনও কার্যকর বিচার নিশ্চিত হয়নি। মামলার প্রধান আসামিসহ কয়েকজন দ্রুত জামিনে মুক্তি পাওয়ায় বাদী পরিবার ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী নুসরাত জাহান অপি বলেন, ‘আমার স্বামী মো. জাকির হোসেন সৌদি আরব প্রবাসী। গত ৭ জানুয়ারি মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তা মামলা হিসেবে গ্রহণ করা হয়। কিন্তু মামলার কাগজপত্র হাতে পাওয়ার আগেই ৮ জানুয়ারি প্রধান আসামি মো. সফিকুর রহমান মাস্টার জামিনে মুক্তি পান। অপর গ্রেফতার আসামি সামসুল ইসলাম হিরা এখনও কারাগারে রয়েছে। এতে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’

অভিযোগে বলা হয়েছে, ৬ জানুয়ারি রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে অভিযুক্তরা অনধিকার প্রবেশ করে বসতঘর ও ভবন ভাঙচুর করে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি সাধন করে। এ সময় একটি এলইডি টিভি, ফ্রিজ, স্টিলের আলমারি, দেয়াল সুকেস, দুটি খাট, ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ আড়াই লাখ টাকাসহ প্রায় ২০ লাখ ৫৭ হাজার টাকার মালামাল লুট করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রভাবশালী মহলের কারণে মামলার সুষ্ঠু তদন্ত ব্যাহত হচ্ছে। দ্রুত আসামিদের গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন আক্তার হোসেন, জাহাঙ্গীর শিকদার, লাভলি আক্তার, জোসনা, মিনারা, মৌসুমী, আনুস শিকদার, রিপন মোল্লা, রাসেল চৌধুরী, মকবুল মোল্লা, নব মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর