Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর শহরে ব্রিজের ওপর মিলল বোমাসদৃশ বস্তু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৬ ১৭:৩৮ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ২১:৪৬

ফরিদপুর শহরে ব্রিজের ওপর মিলল বোমাসদৃশ বস্তু। ছবি: সংগৃহীত

ফরিদপুর: শহরের আলীপুর ব্রিজের ওপর ব্যাগের ভেতর থেকে ইলেকট্রনিক তারে প্যাঁচানো বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। বস্তুটি আসলে বোমা কি না সেটা শনাক্ত ও নিষ্ক্রিয় করার জন্য ঢাকা থেকে পুলিশের বোমা ডিসপোজাল ইউনিট রওনা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে শহরের আলীপুর আলীমুজ্জামান সেতুর পশ্চিম পাশ আড়াই ঘণ্টা ঘিরে রাখে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা। পরে বেলা সাড়ে ১২ টার দিকে সেনাবাহিনীর ডিসপোজাল ইউনিটের এক সদস্যের মাধ্যমে উদ্ধার করে পাশ্ববর্তী আলীপুর বিসর্জন ঘাটে বালুর বস্তা দিয়ে ঘিরে রাখা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আলীমুজ্জামান সেতুর পশ্চিমপাড়ের রেলিংয়ের সঙ্গে রাখা গাছের গুঁড়ির ওপর একটি নীল রংয়ের ব্যাগ পড়ে থাকে। পরে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ছুটে যায়। এলাকাটি জনবহুল ও শহরের দুইপাড়ের যোগাযোগের অন্যতম ব্রিজ হওয়ায় যৌথবাহিনীর সদস্যরা ব্যাগটি ঘিরে অবস্থান নেন।

বিজ্ঞাপন

এর পর ডিসপোজাল টিম যাবতীয় প্রস্তুতি নিয়ে ব্যাগের ভেতরে রাখা ইলেকট্রনিক তার দিয়ে প্যাঁচানো লাল রংয়ের একটি বস্তু বের করেন এবং কিছু সময় পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে প্রায় ৩০০ মিটার দূরে ব্রিজের পাশে কুমার নদীর পাড়ে বালুর বস্তা দিয়ে ঘিরে সংরক্ষণ করা হয়। বোমা ডিসপোজাল ইউনিটের বিশেষ সদস্যদের আসার অপেক্ষায় পুলিশ পাহারায় রাখা হয়।

এ বিষয়ে ঘটনাস্থল থেকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন, ‘সেনাবাহিনীর মাধ্যমে জানতে পারি, আলীপুর ব্রিজের ওপরে নীল রংয়ের একটি ব্যাগের ভেতরে বোমাসদৃশ বস্তু রাখা আছে। এলাকাটি জনবহুল হওয়ায় আমাদের টিম এসে বস্তুটি উদ্ধার করে আপাতত নদীর পাড়ে বিসর্জন ঘাটে রাখা হয়েছে। এটি বোমা কি না এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। তবে ব্যাগের ভেতরে লাল রংয়ের একটি বস্তু আছে এবং বস্তুটির সঙ্গে কিছু তার প্যাঁচানো আছে। ঢাকা থেকে বোম ডিসপোজাল টিমের বিশেষ সদস্যরা আসার পর বিস্তারিত জানা যাবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর