Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখম, ২১ জনের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৬ ১৭:৪৮ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ২১:৪৪

আহত বিএনপি নেতা রায়হান কবির। ছবি: সংগৃহীত

নাটোর: জেলার সিংড়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বিএনপি নেতা রায়হান কবিরকে (৪৫) চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আহত বিএনপি নেতার ছেলে মেহেদী হাসান শুক্রবার রাত ১১টার দিকে সিংড়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রায়হান কবির সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং হিজলি গ্রামের মৃত অফিজ উদ্দিনের ছেলে। তিনি স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের সমর্থক।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে দাউদার মাহমুদ এর সঙ্গে নির্বাচনি আলোচনা শেষে বাড়ি ফেরার পথে বিলতাজপুর এলাকায় ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সমর্থক যুবদল নেতা সোহানুর রহমান সোহানের নেতৃত্বে রায়হান কবিরের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

রায়হান কবীরের ছেলে মেহেদী হাসান বলেন, আমার আব্বার অবস্থা ভালো না। তার দুই পায়ের রগই কাটা পড়েছে। রক্ত পড়া বন্ধ হচ্ছে না। তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শিবলী নোমান বলেন, ওই ব্যক্তির পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

আহত রায়হান কবির বলেন, বিএনপি প্রার্থী আনোয়ারুল ইসলাম আনুর কর্মী হিজলী গ্রামের রমজান আলী ও সোহানুর রহমান সোহানের নেতৃত্বে রহিদুল, আউয়াল, মিঠু, ফরহাদসহ বেশ কয়েকজন এই হামলা চালিয়েছে।

সোহানুর রহমান সোহান অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি সে সময় ঘটনাস্থলে ছিলেন না। পারিবারিক দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে। এখন ঘটনার সঙ্গে নির্বাচন টেনে আনা হচ্ছে।

স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ বলেন, রগ কেটে রায়হান কবিরকে হত্যার চেষ্টা করা হয়েছে। বিএনপি করার কারণে সে গত ১৭ বছর চরম নির্যাতিত হয়েছিল। এখন দলের নেতা-কর্মীদের হাতে প্রাণ হারাতে বসেছে।

নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু বলেন, অপরাধীদের কোনো দল নাই। যারাই রায়হানের ওপর হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, গত রাতে ২১ জনের নামে মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর