Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগ মন্ত্রী হতে বলেছিল, আপস করিনি: আমীর খসরু

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৬ ১৯:১৫ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ২১:৪২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো: আওয়ামী লীগ সরকারের মন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে নগরীর আগ্রাবাদ সিডিএ বালুর মাঠে বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ তথ্য প্রকাশ করেন। নগরীর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ সভা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বেগম খালেদা জিয়া জীবনের বেশিরভাগ সময় জনগণের অধিকার আদায়ের আন্দোলন করেছেন। জীবনের মাত্র ২৫ ভাগ সময় তিনি ক্ষমতায় ছিলেন, বাকি ৭৫ ভাগ সময় তিনি আন্দোলন-সংগ্রাম করে গেছেন। নির্যাতিত হয়েছেন, জেলে গেছেন কিন্তু কোনো আপস করেননি।’

বিজ্ঞাপন

স্বৈরাচার এরশাদের সঙ্গে অনেকে হাত মিলিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ হাসিনা মিলিয়েছিলেন, এখন যারা ধর্মের রাজনীতি করছেন তারাও হাত মিলিয়েছিলেন। একমাত্র বেগম খালেদা জিয়া হাত মেলাননি, আপস করেননি। ওয়ান ইলেভনের সময়ও অনেকে আপোষ করেছেন, কিন্তু বেগম জিয়া করেননি।’

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা প্রলোভনের অভিযোগ করে আমীর খসরু বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বেগম জিয়া অনেক লোভ দেখিয়েছিল, কিন্তু তিনি আপস করেননি। আমাদেরও অনেক লোভ দেখিয়েছিল। আমি যখন জেলে ছিলাম, তখন আমার কাছে লোক পাঠিয়েছিল, মন্ত্রী হতে বলেছিল কিন্তু আমি আপস করিনি।’

‘কারণ আমরা দেশনেত্রীর কাছ থেকে আপসহীনতা শিখেছি। তিনি আমাদের আপসহীন থেকে লড়াই-সংগ্রাম করা শিখিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্র উপহার দিয়ে গেছেন, গণতন্ত্র ধরে রাখতে হবে। সব মানুষের অধিকার, মহিলাদের অধিকার ধরে রাখতে হবে।’

দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কামাল সরদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মোস্তফার পরিচালনায় আরও বক্তব্য দেন- নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, সদস্য অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, মো. সেকান্দর।

সারাবাংলা/আরডি/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর