Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৬ ১৯:৩৯ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ২১:৪২

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে রোকনুজ্জামান (৪০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গুয়াবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত রোকনুজ্জামান ওই এলাকার জহিরুল ইসলাম বাট্টুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রোকনুজ্জামানের বাড়ির পাশ থেকে আব্দুর রশীদ নামে এক ব্যক্তির একটি গরু নিখোঁজ হয়। পরে সন্ধ্যার দিকে গরুটির সন্ধান পাওয়া গেলেও কোনো প্রকার প্রমাণ ছাড়াই রোকনুজ্জামানের বিরুদ্ধে চুরির অভিযোগ তোলা হয়।

ওই রাতেই গরুর মালিক ও কতিপয় স্থানীয় প্রভাবশালী ব্যক্তি তাকে ডেকে এনে স্থানীয়ভাবে একটি সালিশ বসান। অভিযোগ রয়েছে, সালিশ চলাকালে জোরপূর্বক তার কাছ থেকে সাদা কাগজে সই নেওয়া হয়।

বিজ্ঞাপন

নিহতের বাবা জহিরুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘গরুর মালিক আব্দুর রশীদ সালিশ মিমাংসার নামে আমাদের কাছ থেকে ক্ষতিপূরণ নিয়েছে। এরপর সকালে সাড়ে ৬টার দিকে মসজিদের মাইকে আমার ছেলেকে চোর বলে ঘোষণা দেয়। এই লজ্জা ও অপমান সইতে না পেরে আমার ছেলে আত্মহত্যা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

নিহতের স্ত্রী ও তার বোন জানান, মসজিদের মাইকিংয়ের কারণে সামাজিকভাবে অপমানিত হয়ে নিজের সম্মান বাঁচাতে রোকনুজ্জামান আত্মহত্যা করেছে। এখন তার দুই সন্তান নিয়ে পরিবারটি দিশেহারা। আমরা এই ঘটনার বিচার দাবি করছি।

পরদিন শনিবার ভোরে গরুর মালিক আব্দুর রশীদ মসজিদের মাইকে রোকনুজ্জামানকে ‘চোর’ হিসেবে ঘোষণা দেন। এদিন সকালেই রোকনুজ্জামান নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয় ইউপি সদস্য মোস্তফা আলী বলেন, ‘গতকাল রাতে চুরির অভিযোগে রোকনুজ্জামানকে ডেকে এনে সালিশ করা হয় এবং তার কাছ থেকে সাদা কাগজে সই নেওয়া হয়। সকালে শুনতে পাই সে আত্মহত্যা করেছে।’

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর