Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় যুবককে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৬ ০৯:৩৬ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১১:৫৮

আব্দুল রাশেদ ওরফে বিকুল

খুলনা: খুলনার রূপসায় আব্দুল রাশেদ ওরফে বিকুল (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিকুল ওই এলাকার আব্দুল আওয়ালের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কদমতলা বালুর মাঠে দুর্বৃত্তরা বিকুলকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রূপসা থানার ডিউটি অফিসার জনি জানান, নিহত বিকুলের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

শাকিব খানের সঙ্গে ফিরতে চান অপু!
১১ জানুয়ারি ২০২৬ ১৮:০৭

আরো

সম্পর্কিত খবর