Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৬ ১২:৫১ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৫:২১

ঢাকা: মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে আফনান আরা (১২) নামের এক শিশু নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউপির তেচ্ছিব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। ৬৪-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সকালের দিকে মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। ওই সময় সীমান্তের ওপার থেকে আসা গুলিতে ওই শিশু নিহত হয়। ৬৪ বিজিবির অধিনায়ক ঘটনাস্থল পর্যবেক্ষণ করছেন।

এদিকে শিশু আফনান নিহতের খবরে বিক্ষুব্ধ জনতা তেচ্ছিব্রিজ অংশে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ করেছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এর আগে, গত বৃহস্পতিবার রাতে নাফ নদীর হোয়াইক্যং অংশে মাছ ধরার সময় মো. আলমগীর (৩০) নামে এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর