টাঙ্গাইল: স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর এর সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যার প্রতিবাদ এবং খুনিদের গ্রেফতারের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে টাঙ্গাইল শহিদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন- জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তরিকুল ইসলাম ঝলক, সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেনসহ অন্যান্যরা।