Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিভিন্ন জেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টস
১১ জানুয়ারি ২০২৬ ১৩:১৫ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৯:১৬

সারা দেশেই বইছে শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সোমবার (১২ জানুয়ারি) থেকে তাপমাত্রা আরও একটু একটু করে কমতে পারে। বাড়তে পারে শৈত্যপ্রবাহের এলাকা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ৬ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের ভেতর ওঠানামা করছে। দেশের বিভিন্ন জেলার এসব হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এ বিষয়ে দেশজুড়ে সারাবাংলা ডট নেটে’র প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-

বগুড়া: বগুড়ায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় বগুড়া শহরতলি বনানী সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার প্রায় চার শতাধিক অসহায় ও শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান ছিলেন সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল করিম। বিশেষ ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির রিজিওনাল হেড ও বগুড়া শাখার প্রধান মো. মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্যে মো. মিজানুর রহমান বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে লংকাবাংলা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

জয়পুরহাট: জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উদ্যোগে ৩০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার (১০জানুয়ারি) দুপুরে জয়পুরহাট শহরের কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন। বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক দায়বদ্ধতা থেকেই তারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কিরণগঞ্জ এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় কিরণগঞ্জের ঈদগাহ মাঠে স্থানীয় ৩০০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। এ সময় তিনি বলেন, বিজিবি শুধু সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতেই নয়, বরং সীমান্ত অঞ্চলে বসবাসরত মানুষের জীবনমান উন্নয়ন ও মানবিক সহায়তায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে শীতার্ত ও অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া গ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১০টায় বড়বলদিয়া স্কুল অ্যান্ড কলেজ চত্বরে কম্বল বিতরণ করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ রাজ মামুদ এদিন বেলা পৌনে ৩টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বিজিবি সদর দফতরের নির্দেশনা অনুযায়ী চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের উপস্থিতিতে প্রায় ৪০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

পিরোজপুর: পিরোজপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ-এর উদ্যোগে শনিবার (১০ জানুয়ারি)মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা স্মারক বিতরণ এবং দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শহরের বলাকা ক্লাব সংলগ্ন জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, ২০২৫ সালে জিপিএ-৪ ও ৫ প্রাপ্ত ১৪৯ জন শিক্ষার্থীর মাঝে মোট ৬ লাখ ২০ হাজার টাকা এককালীন শিক্ষাবৃত্তি বিতরণ করা হবে। অনুষ্ঠানে ৪৫ জন শিক্ষার্থীর হাতে ১ লাখ ৮৭ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৫ জন মেধাবী শিক্ষার্থীকে উচ্চশিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর চেয়ারম্যান ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘শুধু আর্থিক সহায়তা নয়, সম্মাননা স্মারক শিক্ষার্থীদের মনে দীর্ঘস্থায়ী অনুপ্রেরণা সৃষ্টি করে। এটি তাদের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী। রোববার (১১ জানুয়ারি) দুপুরে মধুপুর উপজেলার বিএডিসি আর্মি ক্যাম্প এলাকায় শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

জেনারেল অফিসার কমান্ডিং ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাঃ হোসাইন আল মোরশেদ ২০০ পরিবারের হাতে শীতবস্ত্র ও কম্বল তুলে দেন। এ সময় তিনি বলেন, প্রতি বছরের মতো এ বছরও শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর