Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক দুর্ঘটনায় গোবিপ্রবির সহকারী অধ্যাপক আহত

গোবিপ্রবি করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৬ ২০:৩৮

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জয়নাব বিনতে হোসেন।

গোপালগঞ্জ: সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জয়নাব বিনতে হোসেন।

শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সানজিদা হক মিশু।

জানা যায়, ঢাকার ধানমন্ডির দিকে রিকশায় যাতায়াতের সময় পেছন থেকে একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি আহত হন। সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি আশঙ্কামুক্ত আছেন।

সহযোগী অধ্যাপক সানজিদা হক মিশু জানান, আহত শিক্ষক জয়নব বিনতে হোসেনের মায়ের কাছে তিনি বিষয়টি নিশ্চিত হয়েছেন। তবে তিনি সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।

বিজ্ঞাপন

তার দ্রুত সুস্থতা কামনায় বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা সবার কাছে দোয়া চেয়েছেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর