Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৬ ২১:৩৫

অবৈধ আগ্নেয়াস্ত্রসহ বিএনপি নেতা ও তার সহযোগী গ্রেফতার। ছবি: সংগৃহীত

রাজবাড়ী: জেলার বালিয়াকান্দিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু (৫৪)কে গ্রেফতার করা হয়েছে। এ সময় চুন্নুর সহযোগী হিসেবে পরিচিত হৃদয় শেখ (৪৩) কেও গ্রেফতার করা হয়।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালিয়াকান্দির দুবলাবাড়ি জামিয়া ব্রিকস ইটভাটা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মশিউল আজম চুন্নু বালিয়াকান্দি উপজেলার খোন্দকার আব্দুল রশিদের ছেলে ও বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। হৃদয় শেখ বালিয়াকান্দি উপজেলার শেখপাড়া গ্রামের মো. রফিক শেখের ছেলে।

বিজ্ঞাপন

অভিযানকালে তার কাছ থেকে ১টি এয়ার রাইফেল, ৮টি মোবাইল, ৩টি ওয়াকিটকি, ৪টি ওয়াকিটকি চার্জার, ২টি দেশীয় চাকু, ১টি ভরা মদের বোতল, ৩টি খালি মদের বোতলসহ নগদ ৩৮ হাজার টাকা জব্দ করা হয়। পরবর্তীতে আইনি কার্যক্রম শেষে তাদের রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, খোন্দকার মশিউল আজম চুন্নুর বিরুদ্ধে বালিয়াকান্দিতে সরকারি কাজে বাধা দেয়াসহ পুলিশের ওপর হামলার অভিযোগে ১৭ ডিসেম্বর মামলা হয়। ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক খাইরুল বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলাটি করেন। ওই মামলায় পলাতক ছিলেন খোন্দকার মশিউল আজম চুন্নু।

রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে রাজবাড়ী থানায় হস্তান্তর করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর