Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৬ ২৩:১৩

রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সামগ্রিক পরিস্থিতি নিয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা।

রোববার (১১ জানুয়ারি) রাজশাহীতে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির জননেতা নূরুল ইসলাম বুলবুল। আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারী এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মিজানুর রহমান।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক পরিবেশ, ভোটারদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে মতবিনিময় করা হয়।

জামায়াত নেতারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর