Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে ৪ ইউপি চেয়ারম্যানের বিএনপিতে যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৬ ০০:৪৭

নীলফামারী: জেলায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা চারজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।

রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। এসময় তিনি নবাগত চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলে বরণ করে নেন।

বিএনপিতে যোগদানকারীরা হলেন- সদর উপজেলার রামনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম তুহিন, কুন্দপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাজাহান আলী চৌধুরী, চড়াইখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মানিক বসুনিয়া এবং খোকশাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশাফউদ্দৌলা সিদ্দিকী খোকন।

বিজ্ঞাপন

প্রধান অতিথি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় বিএনপিকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনপ্রতিনিধিদের এই যোগদান তৃণমূলে দলকে আরও সুসংগঠিত করবে।’

নবাগত চেয়ারম্যানরা তাদের বক্তব্যে বলেন, বিগত দিনে যে প্রত্যাশা নিয়ে যাদের পক্ষে কাজ করেছি তারা আমাদের এ প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই জনগণের প্রত্যাশা পূরণ ও এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতেই বিএনপিতে যোগ দিয়েছি।

জেলা বিএনপির নেতারা জানান, বিএনপি একটি সুসংগঠিত রাজনৈতিক দল। এর আগেও প্রায় এক হাজার হিন্দু সম্প্রদায় দলে যোগদান করেছে। ভবিষ্যতে আরও জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা বিএনপিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করছেন। এতে নীলফামারী জেলায় দলীয় কর্মকাণ্ড নতুন গতি পাবে বলে তারা মনে করছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর