নওগাঁ: নওগাঁর মান্দায় ধানখেত থেকে অজ্ঞাত পরিচয় (৩৮) এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার খাজুরিয়া বিল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে।
থানা-পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এদিন সকাল ১০টার দিকে বিলের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম মাসুদ রানা বলেন, ‘ফসলি মাঠে ধানের খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মরদেহটি যেখানে পাওয়া গেছে সেখান থেকে প্রায় ৩০০ মিটার দূরে একটি বিদ্যুতের খুঁটি থেকে দুটি ট্রান্সফরমার নিচে নামানো ছিল। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করার সময় বিদ্যুতাড়িত হয়ে ওই ব্যক্তির মৃত্যু থাকতে পারে।’
তিনি আরও বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর সুনির্দিষ্টভাবে বলা যাবে ঠিক কি কারণে মৃত্যু হয়েছে।’