Monday 12 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় দুই ভাইসহ ৩ শ্রমিক নিহত, আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৬ ১৭:০৫ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১৯:৫৬

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় জুট মিল শ্রমিক বহনকারী একটি পিকআপ ভ্যানে থাকা তিন জন নিহত ও ছয় জন আহত হয়েছেন। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে দুই ভাইও রয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে বোয়ালমারী পৌরসভার সুতাশি নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাতৈর উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপ ভ্যানেরটি ফেরার পথে সুতাশি নামক এলাকায় একটি অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় কালুখালী থেকে ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে দুই জনের মৃত্যু হয়। গুরুতর আহত ৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- ময়না ইউনিয়নের বিলকরাইল গ্রামের ছায়ফার মোল্যার দুই ছেলে মো. জব্বার মোল্যা, মো. মুছা মোল্যা ও একই গ্রামের আবুল কালামের স্ত্রী জাহানারা বেগম নিহত হয়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা বিলায়েত হোসেন জানান, আমাদের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। বাজার থেকে বাড়িতে এসে দুপুরে খাবারের জন্য মাত্র বসেছি। হঠাৎ বিকট শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি, ট্রেনের সঙ্গে জুটমিলের শ্রমিকদের গাড়ী সংঘর্ষ হয়ে তিনজন মারা যায়। আরো কয়েকজন আহত নারী-পুরুষকে হাসপাতালে নিয়ে গেছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গেট বিহীন লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় জুটমিলের শ্রমিক বহনকারী পিকাপ ভ্যানে থাকা আপন দুই ভাইসহ তিন জন নিহত হয়। এসময় আহত ৫/৬ জন কে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, কালুখালী থেকে ভাটিয়াপাড়া যাওয়ার পথে লোকাল ট্রেনে সোতাশি নামক স্থানে ঘটনা ঘটেছে শুনেছি। দুর্ঘটনাস্থল এলাকাটি অরক্ষিত একটি রেলক্রসিং এলাকা। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এমপি/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর