Monday 12 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুর জেলা পুলিশের অভিযানে ২২টি মোবাইল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৬ ১৭:৪৬ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১৭:৫০

পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী ভুক্তভোগীদের হাতে উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ তুলে দেন।

পিরোজপুর: পিরোজপুর জেলা পুলিশের তথ্যপ্রযুক্তিনির্ভর অভিযানে হারানো ২২টি মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া বিকাশের ১৮ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী ভুক্তভোগীদের হাতে উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, ‘জেলার বিভিন্ন থানায় দায়ের করা হারানো মোবাইল ও বিকাশ প্রতারণা সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন জেলা থেকে এসব মোবাইল ফোন ও অর্থ উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, জেলা পুলিশের এই প্রযুক্তিনির্ভর কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

থানা অনুযায়ী উদ্ধারকৃত মোবাইল ফোনের মধ্যে পিরোজপুর সদর থানার ৭টি, ইন্দুরকানী থানার ৫টি, মঠবাড়িয়া থানার ৩টি, নাজিরপুর থানার ৫টি এবং নেছারাবাদ থানার ২টি মোবাইল ফোন রয়েছে।

এছাড়া বিকাশ প্রতারণা সংক্রান্ত জিডির মাধ্যমে উদ্ধার হওয়া ১৮ হাজার টাকার মধ্যে পিরোজপুর সদর থানার আওতায় ৩ হাজার টাকা এবং নাজিরপুর থানার আওতায় ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

নিজ নিজ হারানো মোবাইল ফোন ও প্রতারিত অর্থ ফেরত পেয়ে ভুক্তভোগীরা পিরোজপুর জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান, জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বিজ্ঞাপন

‘আত্মহত্যা করতে চেয়েছিলাম’
১২ জানুয়ারি ২০২৬ ১৯:৩৩

আরো

সম্পর্কিত খবর