Tuesday 13 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি প্রেসক্লাবে ডা. জাহিদ হোসেনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

লোকাল করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৬ ০৮:৫২ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ০৮:৫৬

মতবিনিময় সভায় ডা. এ জেড এম জাহিদ হোসেন

দিনাজপুর: দিনাজপুরের হাকিমপুর ‘হিলি প্রেসক্লাবের’ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় হিলি চারমাথা মোড়ে হিলি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মতবিনিময় সভা শেষে প্রয়াত আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও তোবারক বিতরণ করা হয়।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিসীম। আগামীতে বিএনপি দেশ পরিচালনা দ্বায়িত্ব পেলে গণমাধ্যম হবে স্বাধীন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা একে অপরে পরিপূরক। আপনারা সংবাদপত্র ও টেলিভিশনের মাধ্যমে এলাকার সমস্যা তুলে ধরেন, আর আমরা (জনপ্রতিনিধি) সেটি সমাধান করার চেষ্টা করি এবং করবো ইনশাল্লাহ। হিলি স্থলবন্দর, স্টেশন ও রাস্তাঘাটের সমস্যা গুলোর সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি জনগণ আমাদের সেই সুযোগ তৈরি করে দেন।

হিলি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা সভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ছামিউল ইসলাম আরিফ, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নাজমুল হক, যুগ্ম সম্পাদক মো. জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুর রহমান রিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, শ্রমিক দলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোতালেব হোসেন মোফা, বিএনপি ওয়ার্ড সহ-সভাপতি মাহে আলম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল নাহারসহ হিলি প্রেসক্লাবের সব সদস্য সাংবাদিকবৃন্দ।

বিজ্ঞাপন

শীতে বাড়ছে রোগ ও রোগী [ছবি]
১৩ জানুয়ারি ২০২৬ ০০:১২

আরো

সম্পর্কিত খবর