Tuesday 13 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৬ ১৩:৩৪ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১৪:৩৯

চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু সেনাবাহিনীর হেফাজতে মারা গেছেন এমন অভিযোগ উঠেছে। সোমবার (১২ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার পর তার মৃত্যু হয় বলে স্বজন ও দলীয় নেতাকর্মীদের দাবি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা জীবননগর শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।

ডাবলুর মরদেহ বর্তমানে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, অস্ত্র উদ্ধারের নামে তাকে আটক করে অমানুষিক নির্যাতন করা হয়েছে, যার ফলেই তার মৃত্যু হয়েছে। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ডাবলুর কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ১০টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ডাবলুর ব্যবসা প্রতিষ্ঠান ‘হাফিজা ফার্মেসি’ থেকে তাকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়। রাত প্রায় ১টার দিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।

নিহত ডাবলুর ভাই, জীবননগর উপজেলা বন কর্মকর্তা শরিফুল ইসলাম কাজল বলেন, ‘আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমন অভিযোগ করে বলেন, শনিবার (১২ জানুয়ারি) দিনগত রাতে ডাবলুসহ চার ভাইকে সেনাবাহিনীর সদস্যরা মারধর ও নির্যাতন করেছেন।

এ বিষয়ে ক্যামেরার সামনে সেনাবাহিনীর কোনো সদস্য বক্তব্য দিতে রাজি হননি। তবে তারা অস্ত্র উদ্ধারের দাবির কথা পুনর্ব্যক্ত করেছেন।

খবর পেয়ে রাত ৩টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবু।

তিনি বলেন, ‘আমরা আইন হাতে তুলে নেব না। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

একপর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে অবস্থানরত সেনাবাহিনীর সদস্যদের ঘিরে উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়।

এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জীবননগর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ। তবে ঘটনার পর তাকে জনরোষের মুখে পড়তে দেখা যায়।

উল্লেখ্য, চুয়াডাঙ্গায় সেনাবাহিনী পরিচালিত অভিযানের সময় আচরণ নিয়ে এর আগেও স্থানীয়ভাবে বিভিন্ন অভিযোগ ওঠার কথা জানা গেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর