Tuesday 13 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৬ ১৮:২০

বগুড়া: বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা কার্যালয়ের অভিযানে দুই হাজার পিস কমলা বর্ণের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ মো. খাশিরুল ইসলাম (৫৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকা ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার খাশিরুল ইসলাম ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার উত্তর বালিয়াডাঙ্গি গ্রামের মৃত পিয়ার আলীর ছেলে।

জানা যায়, গোাপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জেলা কার্যালয় শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকা ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালায়। এসময় একটি যাত্রিবাহী বাস তল্লাশি করা হয়। তল্লাশিকালে বাসে থাকা খাশিরুল ইসলামের শরীর থেকে কমলা বর্ণের অ্যাম্ফিটামিনযুক্ত দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর ওই আসামির বিরুদ্ধে শাজাহানপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরের জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান জানান, দুই হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

বসন্তের ছোঁয়ায় বুবলী
১৩ জানুয়ারি ২০২৬ ২০:২৫

আরো

সম্পর্কিত খবর