ফরিদপুর: আখেরি মোনাজাত ও খাজা বাবার রওজা জিয়ারতের মধ্য দিয়ে হযরত শাহ্সুফী খাজা বাবা ফরিদপুরীর চার দিনব্যাপী উরস শরীফ শেষ হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ফজর নামাজ শেষে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাতে বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও অর্থনৈতিক মুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
উরস উপলক্ষে গত চার দিন ধরে দেশ-বিদেশের লাখো ভক্তের পদভারে মুখরিত ছিল ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিল প্রাঙ্গণ। রাসূল (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত-বন্দেগিতে অংশ নেন খাজা বাবার লাখো ভক্ত-মুরিদান। এ উপলক্ষে জাকের মঞ্জিলে গড়ে ওঠে এক বিশাল মিলনমেলা।
বিশ্ব জাকের মঞ্জিলের কর্মী গ্রুপের ফরিদপুর অঞ্চলের প্রধান মো. কবিরুল ইসলাম সিদ্দিকী জানান, প্রতি বছরের মতো এবারও হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অনুসারীদের জন্য আলাদা ক্যাম্পের ব্যবস্থা ছিল। এই মহামিলন মেলায় সত্য ইসলামের উদার, নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হন সমবেত ভক্তরা।
উরস চলাকালে ওয়াক্তিয়া নামাজের পাশাপাশি নফল ইবাদত-বন্দেগি, কোরআন তেলাওয়াত, মোরাকাবা-মোশাহেদা, জিকির-আজকার, মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত এবং রাসূলুল্লাহ (সা.) ও ওলি-আউলিয়াদের আদর্শভিত্তিক ওয়াজ-নসিহত অনুষ্ঠিত হয়।
তিনি আরও জানান, যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহাপবিত্র বিশ্ব উরস শরীফ সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশ-বিদেশের লাখো ভক্ত-মুরিদ এবারের উরসে অংশ নেন। চার দিনব্যাপী এই ধর্মীয় আয়োজনের শেষ দিনে মঙ্গলবার সকালে শাহ্সুফী খাজা বাবা ফরিদপুরী (কু.ছে.আ.) সাহেবের পবিত্র রওজা শরীফ জিয়ারতের পর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।
উরস চলাকালে খাজা বাবা ফরিদপুরীর স্থলাভিষিক্ত ও প্রতিনিধি পীরজাদা মাহফুজুল হক মুজাদ্দেদী সাহেব আগত ভক্তদের দফায় দফায় সাক্ষাৎ ও নসিহত প্রদান করেন।
মহাপবিত্র এই বিশ্ব উরস শরীফে দেশ-বিদেশের আশেকান, জাকেরান ও ভক্তগণ হৃদয় নিঃসৃত মহব্বত ও খেদমতের মাধ্যমে রহমত ও বরকত লাভের আশায় অংশ নেন। মুসলমানদের পাশাপাশি অন্যান্য ধর্মের অনুসারীরাও এই উরসে সমবেত হয়ে আধ্যাত্মিক ও পার্থিব কল্যাণ কামনায় মহান স্রষ্টার নিকট প্রার্থনা করেন।