কুমিল্লা: পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এই অভিযানের পাশাপাশি নগরীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে আগামী ৭ দিনের মধ্যেই দৃশ্যমান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহ আলম।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালে আনুষ্ঠানিকভাবে এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক বলেন, কুমিল্লা নগরীর প্রধান সমস্যা যানজট ও অপরিকল্পিত ব্যবস্থাপনা। এসব সমস্যা সমাধানে সিটি করপোরেশন ধাপে ধাপে কাজ করছে এবং খুব শিগগিরই সাধারণ মানুষ এর সুফল দেখতে পাবে।
তিনি আরও বলেন, নগরীর সড়কে ধুলাবালি নিয়ন্ত্রণ, যত্রতত্র ময়লা ফেলা বন্ধ, বাসাবাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে নগরীর ২৭টি ওয়ার্ডে পর্যায়ক্রমে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সড়ক সংস্কার, অবৈধভাবে গড়ে ওঠা ফুটপাত ও রাস্তার দখল উচ্ছেদ এবং জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও জোরদার করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান, সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ, সিটি করপোরেশনের কর নির্ধারণ কর্মকর্তা ও ২২ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন ভূঁইয়াসহ নগর ভবনের বিভিন্ন ওয়ার্ডের সচিব, কর্মকর্তা ও কর্মচারীরা।
২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান বলেন, জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল কুমিল্লার সর্ববৃহৎ বাস টার্মিনাল। এ ওয়ার্ডে ইপিজেড থাকায় জনবসতি ও যাতায়াত অত্যন্ত বেশি। এই গুরুত্বপূর্ণ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম গ্রহণ করায় তিনি সিটি প্রশাসককে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, পরিচ্ছন্ন নগরী গড়তে নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে।
সিটি করপোরেশন কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে কুমিল্লা নগরী আরও পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও বাসযোগ্য শহরে রূপ নেবে।