Tuesday 13 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুরে জেলা পুলিশের বার্ষিক কুচকাওয়াজ অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৬ ১৯:৪৭

পিরোজপুর: পিরোজপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে বার্ষিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. মঞ্জুর মোর্শেদ আলম। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফিয়া দিল, সভানেত্রী পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), বরিশাল রেঞ্জ এবং মনিরা সুলতানা, কমান্ডেন্ট, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, পিরোজপুর।

বিজ্ঞাপন

বার্ষিক কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী, পিপিএম। প্যারেড পরিদর্শনকালে ডিআইজি মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের প্যারেড দক্ষতা, শারীরিক সক্ষমতা ও টার্ন আউট মূল্যায়ন করেন। এ সময় উত্তম পারফরম্যান্সের ভিত্তিতে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।

প্যারেড পরিদর্শন শেষে ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন, ‘পুলিশের পেশাদারিত্ব ও শৃঙ্খলাই জনগণের আস্থার মূল ভিত্তি। দায়িত্ব পালনের ক্ষেত্রে সবাইকে ড্রেসরুলস, শারীরিক ফিটনেস ও সময়ানুবর্তিতার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জনসাধারণের সঙ্গে সৌজন্যমূলক আচরণ নিশ্চিত করে আইনশৃঙ্খলা রক্ষায় আরও তৎপর হতে হবে। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকালীন দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততার সঙ্গে কাজ করতে হবে। ভোটারদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই হবে পুলিশের প্রধান দায়িত্ব।’

পরে তিনি পুলিশ লাইন্সের বিভিন্ন শাখা পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা, পিরোজপুর জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, আরআই পুলিশ লাইন্স, ডিআইও-১, আরও-১ (রিজার্ভ অফিস), সিভিল স্টাফসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর