Tuesday 13 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৬ ২০:০১

ফরিদপুর: গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে জনমত সৃষ্টিতে ফরিদপুরে প্রচারণা চালিয়েছে জাতীয় নাগরিক পার্টি’র যুব সংগঠন জাতীয় যুব শক্তি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত ফরিদপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনটির সদস্যরা শহরের আলীপুর জুলাই স্মৃতি ফলক থেকে হাসিবুল হাসান লাবলু সড়ক হয়ে বিভিন্ন স্থানে ব্যপক প্রচারণা চালায়। তারা ইমাম উদ্দিন স্কয়ার ও নিউ মার্কেট এলাকাতে প্রচারণার অংশ হিসেবে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন।

এসময় জাতীয় যুব শক্তি, ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক জোনায়েদ মাহমুদ, সদস্য সচিব সাইম হোসেন, মুখ্য সংগঠক মো. রাকিবুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো. সোহেল সরদার, যুগ্ম সদস্য সচিব মহিউদ্দিন খলিফা রিফাত, এনামুল হক দুলাল ও সায়েম ইসলাম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

তারা বিভিন্ন স্থানে উপস্থিত হয়ে নানা শ্রেণি পেশার মানুষকে জুলাই সনদের প্রয়োজনীয়তা তুলে ধরে হ্যাঁ ভোটের পক্ষে জনমত তৈরি করেন।

ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক জোনায়েদ মাহমুদ বলেন, ২৪ পরবর্তী যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই প্রত্যাশার বাস্তবায়নে জুলাই সনদ বাস্তবায়ন করা জরুরি। আর সে লক্ষ্যে গণভোটে অংশ নিয়ে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করতে হবে। তিনি জানান, সর্বত্রই মানুষের ইতিবাচক সাড়া পাচ্ছি। মানুষ পরিবর্তন চায়, পুরোনো সিস্টেম ভাঙতে চায়।

এসময় তিনি দাবি করেন, যারা নতুন করে ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, তারাই কেবল ‘না’ ভোটে পক্ষে থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর