কুষ্টিয়া: কুষ্টিয়া-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেছেন, একটি দলের লোকজন বাড়ি বাড়ি গিয়ে নারীদের হাতে কাগজ ধরিয়ে দিয়ে বলছে ওখানে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। অথচ মহানবী হজরত মুহাম্মদ (সা.) নিজেই বলেছেন, কাউকে বেহেশতে পাঠানোর ক্ষমতা তারও নেই; বেহেশতের মালিক একমাত্র আল্লাহ।
তিনি বলেন, তাহলে এই তথাকথিত মৌলবিরা কোথা থেকে এমন ক্ষমতা পেল? এটা আল্লাহর সঙ্গে প্রতারণা, নবীর সঙ্গে প্রতারণা, ইসলামের সঙ্গে প্রতারণা এবং জনগণের সঙ্গে প্রতারণা। এই প্রতারণার দায় তাদের বহন করতে হবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া বাজার এলাকায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুমী।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, শেখ হাসিনার শাসনামলে যেসব অপরাধ সংঘটিত হয়েছে, তার বিচার হবেই। তিনি দাবি করেন, বিএনপি ছিল বলেই আজও এই দল টিকে আছে, দেশ টিকে আছে। বিএনপি না থাকলে অনেকেরই অস্তিত্ব থাকত না। দেশের সেনাবাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করেছে বলেই দেশের মানুষ বড় বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে। অপরাধের সঙ্গে জড়িতদের প্রত্যেকেরই বিচার নিশ্চিত হবে বলে তিনি মন্তব্য করেন।
কয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান হোসেন ইউনুসের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মন্ডলের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরও বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার সামছুজ্জোহা জাহিদসহ স্থানীয় নেতারা।