চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ শহরের পিটিআই বস্তিতে মাদকবিরোধী অভিযানের সময় গাঁজাসহ দুই নারীসহ ৪ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর-এর নেতৃত্বাধীন টাস্কফোর্স। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়মিত মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে বিকেলে পিটিআই বস্তিতে অভিযান চালানো হয়। এ সময় চারজনকে হাতেনাতে আটক করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন-চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়নশুকা-কামারপাড়ার মো. জহুরুল ইসলাম এবং রেহাইচর আদর্শপাড়ার মো. রহমত আলী। এছাড়া আটক ব্যক্তিদের মধ্যে আরও দুই নারী রয়েছেন।
চৌধুরী ইমরুল হাসান জানান, ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. তায়েফ উল্লাহ হুজাইফ শুনানি শেষে জহুরুল ইসলাম ও রহমত আলীকে তিন দিনের কারাদণ্ড এবং প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করেন। অপর দুই নারীর মধ্যে একজনকে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং অন্য নারীকে পাঁচ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা প্রদান করা হয়।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।