Tuesday 13 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’র প্রচারে গম্ভিরা ও গান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৬ ২৩:৪৩

চাঁপাইনবাবগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’র প্রচারে গম্ভিরা ও গান। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রচার অনুষ্ঠান হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে জেলা শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভিরা ও সংগীতানুষ্ঠান পরিবেশন করা হয়।

১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানোর অংশ হিসেবে এই অনুষ্ঠান বলে জানান জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মণ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মো. খাইরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত পুলিশ সুপার এস এম ওয়াসিম ফিরোজসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসক ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানরা। এছাড়াও, জেলার বিভিন্ন গণ্যামান্য ব্যক্তি ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর