Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত উপ-সহকারী প্রকৌশলী, তলব-জিডিতেও মেলেনি সাড়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৬ ১৫:৫১

পিরোজপুর সড়ক উপ-বিভাগে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) আবুল খায়ের সুমন

পিরোজপুর: পিরোজপুর সড়ক উপ-বিভাগে কর্মরত এক উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে টানা প্রায় ৯ মাস ধরে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। একাধিকবার লিখিতভাবে ব্যাখ্যা তলব করা হলেও সংশ্লিষ্ট কর্মকর্তার পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। এমনকি তাকে কর্মস্থলে ফেরাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেও কোনো অগ্রগতি হয়নি।

পিরোজপুর সড়ক উপ-বিভাগে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) আবুল খায়ের সুমনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

পিরোজপুর সড়ক বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, আবুল খায়ের সুমন গত বছরের ২৩ এপ্রিল থেকে কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। দীর্ঘদিন তার অনুপস্থিতির কারণে সড়ক বিভাগের দাফতরিক ও উন্নয়নমূলক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিজ্ঞাপন

সূত্র আরও জানায়, সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে দীর্ঘ সময় ধরে কোনো ধরনের যোগাযোগও সম্ভব হচ্ছে না। তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে বাধ্য হয়ে গত বছরের ২০ মে পিরোজপুর সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী টি এম রাজিমুল আলীম রাজু পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।

এ বিষয়ে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, ‘আবুল খায়ের সুমনের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। অফিসিয়ালভাবে তাকে বিভিন্ন সময় চিঠি দেওয়া হলেও তার পক্ষ থেকে কোনো ধরনের উত্তর পাওয়া যায়নি। বর্তমানে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।’

তিনি আরও বলেন, ‘একজন দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলীর দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে সওজের নিয়মিত দাফতরিক কাজ ও উন্নয়ন কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর