Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরাপদ কর্মস্থলের দাবিতে রাবি অফিসার্স সমিতির মানববন্ধন

রাবি করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৬ ১৬:১৩

রাবি অফিসার্স সমিতির মানববন্ধন।

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিরাপদ কর্মস্থলের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় কর্মরত কর্মকতা-কর্মচারীদের সংগঠন রাবি অফিসার্স সমিতি।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে রাবি অফিসার সমিতির সদস্য রোকসানা বেগম টুকটুকি বলেন, ‘আমরা কিন্তু কারও কাছে জিম্মি নই। আমরা এখানে চাকরি করতে এসেছি। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি, প্রশাসন যদি আমাদের দায়িত্ব নিতে না পারেন, আমাদের লিখে দেন আমরা চলে যাবো তাও কারও দ্বারা মব সৃষ্টি হতে দিব না। আপনারা যদি সঠিক ব্যবস্থা না নেন, এরপরে আমরা দূর্বার আন্দোলন গড়ে তুলব, ইনশাআল্লাহ।’

বিজ্ঞাপন

রাবি অফিসার সমিতির সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন বলেন, ‘হবিবুর রহমান হলে যে মব সৃষ্টি হয়েছিল আমরা সিসিটিভি ফুটেজের মাধ্যমে বারবার সামাজিক যোগাযোগমাধ্যমে সে সব সৃষ্টিকারীদের দেখতে পাচ্ছি। হল প্রভোস্ট ও প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু কি ব্যবস্থা নিয়েছেন? আমরা আজকে পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আর ব্যবস্থা যদি না নেন তাহলে আপনাদের ঐ চেয়ারে থাকার কোনো যোগ্যতা নেই।’

‘আমরা আজ এই মানববন্ধন থেকে বলতে চাই, বিশ্ববিদ্যালয় পরিবারের নিরাপত্তা যদি দিতে না পারেন তাহলে সসম্মানে আপনি প্রশাসন ছেড়ে চলে যান।’

রাবি অফিসার সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বলেন, ‘গত ৫ আগস্টের পর থেকে প্রশাসন সমন্বয়হীনতার মধ্যে রয়েছে, তাদের মধ্যে একতা নাই, তারা একের পর এক নানাভাবে কর্মকর্তা-কর্মচারীদের ওপর হেনস্তার সৃষ্টি করে চলছে। রাবি একটা শান্ত ও সুষ্ঠু বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কারা নষ্ট করছে মুষ্টিমেয় কয়েকজন সন্ত্রাসী। এরা কারা এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই জানেন, যদি না জানেন তাহলে এখানে যারা বক্তব্য দিয়েছে পূর্ববর্তী প্রত্যেকটা বক্তব্যে বক্তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দোষারোপ করেছে।’

তিনি আরও বলেন, ‘এ দোষ যদি নিতে থাকেন তাহলে আগামী ১২ ফ্রেব্রুয়ারি জাতীয় নির্বাচন। আপনারা যদি এভাবে মব সৃষ্টি করেন তাহলে আপনারা আপনাদের এই চেয়ার রাখতে পারবেন না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের বিভিন্ন সমস্যায় তারা কেনো আতঙ্কে থাকবে। তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এর দায় প্রশাসনকে নিতে হবে।’

উল্লেখ্য, নিরাপদ কর্মস্থলের দাবিতে পূর্বঘোষিত ২ দিনের কর্মসূচির অংশ হিসাবে প্রথম দিন এ মানববন্ধন পালন করা হয়। আগামীকাল সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন তারা।

সারাবাংলা/এনএমই/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর