নাটোর: সিংড়া উপজেলার সন্তান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. ফয়সাল আহমেদের আবেদনের পরিপ্রেক্ষিতে সিংড়া পৌরসভা উন্নয়ন কার্যক্রমের জন্য ৪০ লাখ টাকার বিশেষ বরাদ্দ পেয়েছে।
সিংড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বিশেষ বরাদ্দ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকার ২০২৫–২৬ অর্থবছরের উন্নয়ন বাজেট থেকে এই অর্থ অনুমোদন দিয়েছে।
জানা গেছে, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার বরাবর দেওয়া আবেদনের ভিত্তিতে এই বিশেষ বরাদ্দ অনুমোদিত হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পৌর–২ শাখা) গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, বার্ষিক উন্নয়ন সহায়তা খাতের ‘বিশেষ বরাদ্দ’ উপখাত থেকে এককালীন সিংড়া পৌরসভাকে এই অর্থ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মোশারেফ হোসেন স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, বরাদ্দকৃত অর্থ সিংড়া পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে। এর মাধ্যমে পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।
সরকারি অর্থ ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে। পৌরসভার প্রশাসক বা প্রধান নির্বাহী কর্মকর্তা এবং পৌর নির্বাহী কর্মকর্তা যৌথভাবে আয়-ব্যয়ের দায়িত্ব পালন করবেন। অর্থ ব্যয়ের সময় পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) ২০০৮ এবং উন্নয়ন সহায়তা বরাদ্দ ও ব্যবহার নির্দেশিকা–২০২৪ যথাযথভাবে অনুসরণ করতে হবে।
বরাদ্দ পাওয়া অর্থ আগামী ৩০ জুন ২০২৬ সালের মধ্যে ব্যয় করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ব্যয় না হলে অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ১৫ জুলাই ২০২৬ তারিখের মধ্যে ব্যয়ের বিস্তারিত হিসাব স্থানীয় সরকার বিভাগে দাখিল করতে হবে।
এ বিষয়ে এনসিপি নেতা মো. ফয়সাল আহমেদ বলেন, ‘আমি সিংড়া উপজেলার সন্তান তাই এ এলাকার মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমৃত্যু এ এলাকার মানুষের সেবা করে যেতে চাই। সিংড়া পৌরসভার উন্নয়নের জন্য ৪০ লাখ টাকার বরাদ্দ অনুমোদন করাতে পেরেছি।’